ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মোদির শোক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত, যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারত বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং সম্ভাব্য সকল প্রকার সমর্থন ও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আর আহতের সংখ্যা শতাধিক।