ইশরাকের বক্তব্য নাসীরুদ্দীনের চেয়েও নিচু মানের: সারজিস

ইশরাকের বক্তব্য নাসীরুদ্দীনের চেয়েও নিচু মানের: সারজিস

প্রথম নিউজ, অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিএনপি নেতা ইশরাক হোসেনের মন্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ ও ‘নিচু মানের’ আখ্যা দিয়েছেন এনসিপির নেতা সারজিস আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, “তর্কের খাতিরে ধরে নিলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সালাহউদ্দিন আহমদকে নিয়ে যা বলেছেন, তা রাজনৈতিক শালীনতার মধ্যে পড়ে না। যদিও তিনি নাম উল্লেখ করেননি। তবে তার জবাবে ইশরাক যা বলেছেন, তা কয়েকগুণ বেশি নিচু মানের এবং সম্পূর্ণ শিষ্টাচারবর্জিত।”
সারজিসের মতে, ইশরাকের ভাষা এমন ছিল যেন তা আওয়ামী লীগের নেতাদের বক্তব্যকেও হার মানায়।
তিনি ইশরাকের কিছু বক্তব্য তুলে ধরে বলেন,
‘যেখানে মব দেখবেন, সেখানে তাদের উলঙ্গ করে শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন’,
‘নাসীরুদ্দীন পাটোয়ারী নামের একটা বেয়াদব, বদমাইশ ছেলে’,
‘এই ডার্বি নাসিরকে হুঁশিয়ারি দিচ্ছি, মুখ সামলে কথা বলেন’,
‘এদেরকে প্রাইমারি স্কুলে পাঠানো উচিত’—এসব বক্তব্য রাজনৈতিক সভ্যতার সম্পূর্ণ বিপরীত।
সারজিস বলেন, ‘ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ ক্ষোভ ঝেড়েছেন ইশরাক। আবেগ ও রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত প্রকাশ ঘটেছে তার কথায়। রাজনৈতিক শ্রদ্ধাবোধ বা ভিন্নমতের প্রতি সহনশীলতা যে নেই, সেটাই প্রমাণ করেছেন তিনি।’
তিনি আরও লেখেন, ‘যত বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বও তত বেশি। যদি আমরা মিউচুয়াল রেসপেক্ট বজায় রাখতে চাই, তবে আমাদের নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’
এর আগে কক্সবাজারে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জে যেমন শামীম ওসমান ছিলেন, এখন কক্সবাজারে এক নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।’
তার ওই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির সমাবেশ ভাঙচুর করা হয়। চকরিয়ায় আরেকটি পথসভা মঞ্চও গুঁড়িয়ে দেন বিএনপির নেতাকর্মীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার প্রেক্ষিতেই ইশরাক হোসেন বক্তব্য দেন এবং তা ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।