জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের একে পার্টির নেতা ড. ইয়াসিনের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের একে পার্টির নেতা ড. ইয়াসিনের সাক্ষাৎ

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের সাবেক পার্লামেন্ট সদস্য ও একে পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ড. ইয়াসিন আকতাই সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ড. ইয়াসিন আকতাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি, উম্মাহর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 
এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ড. ইয়াসিন আকতাই মুসলিম বিশ্বে একজন প্রভাবশালী চিন্তাবিদ ও রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি ইসলামি ঐক্য, গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে সক্রিয়ভাবে কাজ করে থাকেন।