মুন্সিগঞ্জে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকাডুবির ঘটনায় অমি শেখ (১৭) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমি শেখ ওই গ্রামের শাহীন শেখের ছেলে। তিনি শ্রীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বাসাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন জানান, বিকেলে অমি শেখ তার ভগ্নিপতি ও এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নৌকা ভ্রমণে বের হয়। একপর্যায়ে নৌকাটি হঠাৎ উল্টে গেলে তিনজনই পানিতে পড়ে যান। ভগ্নিপতি ও বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অমি শেখ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমিকে মৃত ঘোষণা করেন। সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।"