ভারতের শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে তিনদিন ধরে ইডির তল্লাশি অভিযান

ভারতের শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে তিনদিন ধরে ইডির তল্লাশি অভিযান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে তিনদিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে আর্থিক বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে ৫০টি কোম্পানি এবং ২৫ জন ব্যক্তির (যার মধ্যে অনিল আম্বানি গ্রুপের কোম্পানিগুলির বেশ কয়েকজন নির্বাহীও রয়েছেন) বিরুদ্ধে ৩৫ জায়গায় শুরু হয়েছে তল্লাশি।

আর্থিক দুর্নীতির অভিযোগে একাধিক এফআইআর দায়ের হওয়ার পর শুরু হয়েছে ইডির অভিযান। অনিল আম্বানির বড় ভাই শিল্পপতি মুকেশ আম্বানি।ইডি সুত্রে জানা গিয়েছে, ৩ হাজার কোটি রুপির ব্যাংক ঋণ জালিয়াতির সাথে সম্পর্কিত মানি লন্ডারিং মামলার অংশ হিসেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই অভিযান চালাচ্ছে। পাশাপাশি কিছু কোম্পানির কোটি কোটি রুপির আর্থিক অনিয়মের একাধিক অভিযোগও রয়েছে।

মুম্বাইয়ে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির কোম্পানিগুলির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি শনিবার তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। একাধিক স্থান থেকে বেশ কিছু নথি এবং কম্পিউটারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

ইডি সূত্র জানিয়েছে, তদন্তটি মূলত ২০১৭-২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক কর্তৃক অনিল আম্বানির গ্রুপ কোম্পানিগুলিকে দেওয়া প্রায় ৩,০০০ কোটি রুপির অবৈধ ঋণ অন্যত্র স্থানান্তরের অভিযোগের সাথে সম্পর্কিত। ইডি "ঘুষ" এবং ঋণের এই যোগসূত্রেরও তদন্ত করছে। অভিযোগ রয়েছে যে, ঋণগুলি অনেক গ্রুপ কোম্পানি এবং ভুয়া কোম্পানিতে সরানো হয়েছে।  

মানি লন্ডারিং মামলাটি কমপক্ষে দুটি সিবিআই এফআইআর এবং ন্যাশনাল হাউজিং ব্যাংক, সেবি, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (এনএফআরএ) এবং ব্যাংক অফ বরোদা কর্তৃক ইডিকে দেওয়া প্রতিবেদন থেকে উদ্ভূত বলে জানানো হয়েছে।