ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণ
রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে হামলার দ্বিতীয় দিনেও

প্রথম নিউজ, ডেস্ক : রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে হামলার দ্বিতীয় দিনেও। এ পর্যন্ত ১৩৭ জন ইউক্রেন সেনার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সিএনএন-এর টিম বলছে, শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) কিয়েভে তারা তিনটি বিস্ফোরণের খবর পেয়েছে।
ইউক্রেনের ইউনিয়ান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হেরাশচেঙ্কো বলেছেন, তিনি দুটো বিস্ফোরণের খবর পেয়েছেন। তিনি আরও বলেছেন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সম্ভবত।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী।
এদিকে, রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলীয় একটি বিমানঘাঁটি নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াই চলছে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গোস্তোমেল বিমান ঘাঁটির উপর দিয়ে একাধিক রুশ হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা গেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, লড়াই অব্যাহত আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: