ইউক্রেনের সাড়ে ৩ হাজার সামরিক স্থাপনা গুঁড়িয়েছে রাশিয়া

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটির তিন হাজার ৫৯৩টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী

ইউক্রেনের সাড়ে ৩ হাজার সামরিক স্থাপনা গুঁড়িয়েছে রাশিয়া
ইউক্রেনের সাড়ে ৩ হাজার সামরিক স্থাপনা গুঁড়িয়েছে রাশিয়া- প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটির তিন হাজার ৫৯৩টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী।

স্থানীয় সময় শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

এর মধ্যে শনিবার একদিনেই একটি এমআই-২৪ হেলিকপ্টার ও তিনটি অত্যাধুনিক চালকবিহীন অ্যারিয়াল সামরিক যান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

রুশ এ সামরিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ পর্যন্ত তিন হাজার ৫৯৩টি সামরিক স্থাপনার পাশাপাশি রুশ সেনারা ইউক্রেনের এক হাজার ১৫৯টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১১৮টি রকেট নিক্ষেপ ব্যবস্থা, ৪৩৬টি কামান ও মর্টার, ৯৭৩টি বিশেষ সামরিক যান এবং ৬১টি হেলিকপ্টার ধ্বংস করেছে।

জাতিসংঘের হিসেবে রুশ হামলায় ইউক্রেনে এ পর্যন্ত ৫৬৪ বেসামরিক লোক নিহত এবং ৯৮২ জন আহত হয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom