‘জুলাই চত্বর’উদ্বোধন ময়মনসিংহে

‘জুলাই চত্বর’উদ্বোধন ময়মনসিংহে

প্রথম নিউজ, ময়মনসিংহ: জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ‘জুলাই চত্বর’ নির্মিত হয়েছে। সোমবার দুপুরে বেলুন উড়িয়ে টাউন হল মোড়ে নির্মিত জুলাই চত্বরের ফলক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এ সময় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে মাগফিরাত কামনা করা হয়। 

এতে জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আকতার উল আলম, গণঅভ্যুত্থানে ময়মনসিংহ নগরীতে নিহত শহীদ রোদোয়ান হাসান সাগরের বাবা মো. আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আশিকুর রহমান জানান, ময়মনসিংহে জুলাই আন্দোলনের শুরু এই টাউন হল থেকে। এই স্থানে জুলাই আন্দোলনের অনেক স্মৃতি জড়িত রয়েছে। তাই আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই স্থানটিকে জেলা প্রশাসন ‘জুলাই চত্বর’ ঘোষণা করেছে ।