নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
উপজেলার ইলুমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ইলুমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএসও) ডা. আশরাফুল আমীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ওই তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর অপরজন এখানে আসার কিছুক্ষণের মধ্যে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। তবে অপর একটি সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- মফিজুল, জমিরুল ও নবী। তারা তিনজনেই লেগুনার চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ছাড়া, আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই লেগুনার চালক ছিলেন। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: