বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৩৪ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৩৪ ভারতীয় জেলে আটক
প্রথম নিউজ, বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে তাদের দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।
রবিবার (১৩ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনীর টহলরত জাহাজ। মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন দুটি ট্রলারের ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে ট্রলার দুটির উপস্থিতি ধরা পড়ে। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ট্রলার দুটি আটক করেন।
তিনি বলেন, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক’শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।