যুক্তরাজ্যে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, সাউথএন্ড বিমানবন্দর বন্ধ

যুক্তরাজ্যে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, সাউথএন্ড বিমানবন্দর বন্ধ
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি ২০০ উড়োজাহাজ। স্থানীয় সময় রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা জানতে পেরেছি বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার দীর্ঘ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আমাদের পুলিশ সদস্য ও জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে আছেন এবং দায়িত্ব পালন করছেন। আরও কয়েক ঘণ্টা তারা সেখানে থাকবেন।”
পুলিশ সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উড়োজাহাজটিতে যাত্রী ছিল কি না— তাও নিশ্চিত করেনি পুলিশ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজটি সাউথএন্ড থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে উড্ডয়নের পরপরই এটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস আগুন নেভাতে দ্রুত কর্মী পাঠায়। পাশাপাশি ‘দ্য ইস্ট অব ইংল্যান্ড’ অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল নেদারল্যান্ডভিত্তিক জিউশ এভিয়েশনের। এটি মূলত অসুস্থ রোগী পরিবহনে ব্যবহার করা হতো এবং এর ভেতরে চিকিৎসা সরঞ্জামও ছিল।
ঘটনার পরপরই সাউথএন্ড বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।