খুলনায় খাদ্য কর্মকর্তাকে অপহরণের অভিযোগ

খুলনায় খাদ্য কর্মকর্তাকে অপহরণের অভিযোগ

প্রথম নিউজ, খুলনা: খুলনা নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, আমার স্বামী সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগে খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ নং ঘাট ইনচার্জ হিসাবে কর্মরত আছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি উক্ত কর্মস্থলে ছিলেন। এসময় মো. রেজা ও বাবু মন্ডলসহ আরও অপরিচিত ৩ জন লোক এসে নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। তাকে থানায় নিয়ে যাবে বলে হাতে হ্যান্ডকাড পরিয়ে ট্রলারে তোলে। এসময় তাকে মারপিট করে। ট্রলারটি জেলখানা ঘাটের দিকে গিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এরপর থেকে সুশান্তের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। অভিযুক্ত বাবু মন্ডল কয়েকদিন ধরে তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছিল বলেও উল্লেখ করেছেন মাধবী রানী মজুমদার।

এ বিষয়ে খুলনা থানার ওসি সানোয়ার হোসাইন মাসুম মুঠোফোনে জানান, অপহরণের অভিযোগ সত্য। ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ দিয়েছে। উদ্ধার অভিযানে পুলিশের একাধিক টিম কাজ করছে।