রাজনৈতিক শিষ্টাচার না থাকলে বিএনপি করার দরকার নেই : অ্যাডভোকেট পাপিয়া

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার না থাকলে, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার শিষ্টাচার বুঝতে না পারলে তার বিএনপি এবং অঙ্গ সংগঠন করার কোনো প্রকার প্রয়োজনীয়তা বাংলাদেশের মাটিতে নাই। কারণ এই যে জিয়াউর রহমানের ছবিটাকে যেভাবে পা দিয়ে লাত্থালো এতে আমি আজ প্রচণ্ড ভরাক্রান্ত। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সেক্টর কমান্ডার না
জিয়াউর রহমান শুধু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা না। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক না। জিয়াউর রহমান একজন ইসলামিক চেতনায় উদ্দীপ্ত মানুষ।
আমি ক্লাস সেভেনে পড়ি উনি আমার স্কুলে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে গেছিলেন।
সেখানে গিয়ে মঞ্চে উঠার আগে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আগে তিনি নামাজটাই পড়েছেন। এবং ছোট্ট পকেট কোরআন শরীফ নিয়ে আসছেন। আমার বাবা ওই সুগার মিলের একজন উর্ধতন কর্মকর্তা ছিলেন। সার্বিক খাবার দাবােরর দায়িত্ব মনিটরিং করা আমার বাবার উপরে ছিল।
পাপিয়া বলেন, আমার বাবা বললেন যে ২৯ পদের খাবার করছি কিন্তু পকেট থেকে বাইর করছে একটা সবজি আর দুইটা লালা আটার রুটি এবং ওটাই তিনি খেয়েছেন। কেন এতো আয়োজন করা হয়েছে এ কারণে বকা দিয়েছেন।
তো যে লোকটা কোরআন শরীফ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আজকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য কবরে যাওয়া মানুষটার ছবির উপর পা দিতে পারে। পা দেওয়া কি সমচিন? যে অপরাধ করছে তার বিচার আমরাও চাই, তারেক রহমান সাহেব বিবৃতিতে বলে দিয়েছেন অবিলম্বে তাকে ধরা হোক।