বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়ার বাসায় আগমনে গুলশানের বাসায় সড়কের দুই পাশে কয়েক‘শ নেতা-কর্মীরা ভিড় করে। তারা গেইটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেত্রীকে হাত তুলে সালাম জানায়।
প্রথম নিউজ, ঢাকা: টানা ৮১দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসা ‘ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালের চিকিতসক ও নার্স-কর্মচারিদের সাথে বিদায় নিয়ে বিএনপি চেয়ারপারসন সাড়ে ৭টায় রওনা হন এবং নেতা-কর্মীদের প্রচন্ড ভিড় ডিঙিয়ে রাত সাড়ে ৮টায় ফিরোজায় পৌছান তিনি। বাসায় পৌঁছালে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুর সাত্তারসহ বেগম খালেদা জিয়ার ভাই মরহুম সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার ও প্রমূখ তাকে স্বাগম জানান। নেতা-কর্মীদের ভিড়ে গাড়ি বাসায় ঢুকাতেও নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হয়। বেগম খালেদা জিয়ার বাসায় আগমনে গুলশানের বাসায় সড়কের দুই পাশে কয়েক‘শ নেতা-কর্মীরা ভিড় করে। তারা গেইটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেত্রীকে হাত তুলে সালাম জানায়। ওই সময় নেত্রী মাস্কপরা অবস্থায় গাড়ির ভেতর থেকে হাত তাদের শুভেচ্ছার জবাব দেন।
এ সময়ে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সহ সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: