এবার ‘মৃত্যু’ নিয়ে দুর-ই- ফিশানের পোস্ট, কী লিখলেন অভিনেত্রী?

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমাইরা আলী আসগরের মৃত্যুর খবর। তার মৃত্যুর পর থেকেই শোক বিরাজ করছে বিনোদন দুনিয়ায়। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ ক্যাপশনসহ নিজের একটি ছবি পোস্ট করেছে দুর-ই-ফিশান সেলিম। হুমাইরার নাম উল্লেখ না করলেও ইশক মুর্শিদখ্যাত এই তারকার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে তিনি পোস্টটি তার মৃত্যুকে কেন্দ্র করেই লিখেছেন।
দুর-ই-ফিশান সেলিম লেখেন, ‘ইদানীং জীবন সম্পর্কে অনেক ভাবছি। বড় স্বপ্ন বা উচ্চস্বরে সাফল্যের ক্ষেত্রে নয়, বরং ছোট ছোট শান্ত মুহূর্তগুলোতে যা আসলেই জীবনকে বাস্তব করে তোলে। আমরা বড় বিরতি, নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করতে অনেক সময় ব্যয় করি। কিন্তু জীবন অপেক্ষা করে না। এটি ‘কখন’ নয়, এটি ‘এখন’।
তিনি লেখেন, ‘মৃত্যু যতই কঠিন হোক না কেন, তা নোটিশ দিয়ে আসে না। এটা ঘুমের মধ্যে হতে পারে। অথবা যখন আপনি পছন্দের খাবার খাচ্ছেন কিংবা ভালোবাসার কাউকে জড়িয়ে ধরছেন এমনকি কোন সাধারণ দিনে, এমন কোন খেলা খেলছেন যা ভেবেছিলেন শেষ করে ফেলবেন তার মধ্যেও হতে পারে।’
তিনি আরও লেখেন, ‘আমি আমার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করি, যখনই এটা আসবে, আমার বা অন্য কারো জন্য, এটা যেন নীরবে না আসে। একাকীত্বে নয়। খালি ঘরে নয়। বাতাসে ভালোবাসা নিয়ে। কাছের কারো কাছে,এমন কারো সঙ্গে যে সত্যিই আপনার হৃদয়কে চিনত।’
দুর-ই-ফিশান লেখেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ তাদের মতামত শোনার চেয়ে বেশি জোরে চিৎকার করে...তাই সচেতন থাকাই ভালো। নীরবতা সত্ত্বেও দয়া বেছে নেওয়া। নিজের জন্য এবং অন্যদের জন্য জায়গা রাখা। ফিল্টার এবং ফিডের বাইরেও খোঁজখবর নেওয়া।’
শেষে তিনি লেখেন, ‘সাফল্যের একটি জীবন আছে। এমন একটি জীবনকে যাকে অর্থহীন করে তোলার প্রয়োজন নেই। এমন একটি জীবন যা তার শান্ত, অদৃশ্য অংশেও বাস্তব বোধ করে। এখানে সাধারণ, সুন্দর মুহূর্তগুলোর জন্য, যা আকাঙ্ক্ষা দিয়ে পরিচালিত নয় বরং শান্তিতে স্থাপিত। বিশ্বের জন্য নয়, বরং আত্মার জন্য। এখানে জীবন যেমন আছে, যেমন আসে, যেমন ঘটে।’