মারা গেলেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ৮২ বছর বয়সে মারা গেলেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার লন্ডনে মারা যান তিনি। রোববার এক্সে এক পোস্টে এ তথ্য দেন, প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, ২০১৫ সালে বিরোধী দলীয় প্রার্থী হিসেবে তৎকালীন প্রেসিডেন্টকে হারিয়ে ইতিহাস গড়েন বুহারি। তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছিলেন। ১৯৮০ সালে সামরিক অভ্যুথানের মাধ্যমে প্রথম ক্ষমতায় আসেন বুহারি।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে সমর্থকরা তাকে সংস্কারক হিসেবে অভিহিত করেন। তবে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন জনমনে নিরাপত্তাহীনতা দেখা দেয়। তিনি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে পরাজিত করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তবে তার মেয়াদের শেষের দিকে নাইজেরিয়ার বৃহত্তর অংশে অস্ত্রধারী, বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পায়। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেও নাইজেরিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের এক নজির সৃষ্টি করেছেন বুহারি। এদিকে বুহারির মৃতদেহ দাফনের জন্য কাটসিনা রাজ্যে নেয়া হয়েছে।