১৩ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের আব্দুল মজিদের ছেলে আল আমিন হিরা, সিংড়া উপজেলার রওদি চামাড়ি গ্রামের মৃত নিবারন চন্দ্র সরকারে ছেলে নির্মল সরকার এবং পাবনার চাটমোহর উপজেলার হরিপুর মোমিনপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ।

১৩ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রথম নিউজ, নাটোর: নাটোরে ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
 
গ্রেপ্তাররা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের আব্দুল মজিদের ছেলে আল আমিন হিরা, সিংড়া উপজেলার রওদি চামাড়ি গ্রামের মৃত নিবারন চন্দ্র সরকারে ছেলে নির্মল সরকার এবং পাবনার চাটমোহর উপজেলার হরিপুর মোমিনপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ।

এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বনপাড়া বাইপাস এলাকার আমিনা হাসপাতালের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে রাতেই এ বিষয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন মোটরসাইকেলটির মালিক আরিফুজ্জামান। সেই মামলায় তদন্তে পুলিশের চারটি টিম মাঠে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সন্ধান পায়। 

গত ৬ মার্চ নাটোরের গুরুদাসপুর থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ চক্রের সক্রিয় সদস্য আল আমিন হিরাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে সেদিনই একই জেলার সিংড়া থেকে নির্মল সরকার এবং পাবনার চাটমোহর এলাকা থেকে সাখাওয়াত হোসেন পলাশকে আরও দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ।
 
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে ৬ দিনের রুদ্ধশ্বাস অভিযানে বিভিন্ন স্থান থেকে নামিদামি ব্র্যান্ডের আরও ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে চোর চক্রের সদস্যরা স্বীকার করেছে, সংঘবদ্ধ হয়ে বিভিন্ন কৌশলে তারা মোটরসাইকেল চুরি করে কম মূল্যে বিক্রি করত। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। বিকেলে তাদের আদালতে তোলা হবে।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom