চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ, চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, মব সৃষ্টির অপচেষ্টা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে মহানগর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। নগরীর নাসিমন ভবন থেকে মিছিলটি বের হয়ে ওয়াসা, জিইসি মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, ৫ আগষ্ট পরবর্তী একটা গুপ্ত সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছে। সংগঠনটি শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার যে অপচেষ্টা করছে তা রুখে দিতে প্রতিটি ক্যাম্পাসে এবং রাজপথে সজাগ রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ওয়াসিম যেভাবে বুক পেতে দিয়েছিল, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ছাত্রদল সর্বদা রাজপথে আছে। যেকোনো কিছুর বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকবে ছাত্রদল। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল বিগত ১৭ বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, অতীতের ন্যায় ভবিষ্যতেও তারা রাজপথে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তানভীর, সালাহউদ্দিন শাহেদ, সামিয়াত আমিন জিসান, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান (মাষ্টার আরিফ), জহির উদ্দীন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এমএ হাসান বাপ্পা, খন্দকার রাজীবুল হক বাপ্পী, মোহাম্মদ ইসমাইল, মো. আনাছ, জাহেদ হোসেন খাঁন জসি, নুর নবী মহররম, নুর জাফর নাইম রাহুল, ফখরুল ইসলাম শাহীন প্রমুখ।