দেশে ফিরলেন লিবিয়ার কারাগার থেকে মুক্ত ৩ যুবক

প্রথম নিউজ, ডেস্ক : ওই তিন যুবক হলেন— বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান জানান, প্রায় এক বছর পূর্বে ইউরোপের দেশ ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা। অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে।
তিনি বলেন, সম্প্রতি তাদের পরিবার আমার স্মরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে যোগাযোগ করি।
এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় হবিগঞ্জের তিনজনসহ ২৭০ বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্ত করেছেন।
শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই তাদের যার যার বাড়ি পাঠানো হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews