পরিবহন ধর্মঘটে কক্সবাজারে ২০ হাজার পর্যটক আটকা, যেতে পারেনি ৩০ হাজার
অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন

প্রথম নিউজ, কক্সবাজার: হঠাৎ করে গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হওয়ায় পর্যটন শহর কক্সবাজারে প্রায় ২০ হাজার পর্যটক আটকা পড়েছেন। তারা বৃহস্পতি ও শুক্রবার ভোরে কক্সবাজারে এসেছিলেন। গণপরিবহন বন্ধ থাকায় নিজ গন্তব্যে ফিরতে পারেননি।
এদিকে অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিন গুণ হওয়ায় তারা কক্সবাজার ত্যাগ করতে পারছেন না।
জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার আসেন লাখো পর্যটক। অনেকেই কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার সিডিউলে এসেছিলেন তারা এসেছিলেন আরও কয়েক দিন আগে। এ রকম প্রায় ২০ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন হোটেল সংশ্লিষ্টরা।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সেক্রেটারি আবুল কাশেম সিকদার জানান, আগে থেকে হোটেল রুম বুকিং দিয়ে যাদের শুক্রবার বিকেলে পৌঁছার কথা ছিল, যানবাহন চলাচল বন্ধ থাকায় এরকম প্রায় ৩০ হাজার পর্যটক আসতে পারেনি। হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হওয়াতে পর্যটকরা চরম বেকাদায় পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।
জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন, মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় পরিবহন সংগঠনের নেতারা। যার প্রভাব পড়েছে পর্যটন নগরী কক্সবাজারে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, পর্যটক আটকা পড়ার বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। তারা সহযোগিতা চাইলে পদক্ষেপ নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: