মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, মারা গেলেন চালকও
সকাল ৯টার দিকে সদরের খাকদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রথম নিউজ,মাদারীপুর: মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে আহত চালক সাজ্জাদ হোসেন (৩৫) মারা গেছেন। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুজনে।
এর আগে আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদরের খাকদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ যাত্রীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
এরআগে ঘটনাস্থলে সুমন শেখ (৪০) নামের একজন নিহত হন। তিনি উপজেলার মস্তফাপুরের বেবরাজ গ্রামের হায়দার শেখের ছেলে। সাজ্জাদ হোসেন একই গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে দিদার পরিবহনের একটি বাস খুলনাগামী একটি ইজিবাইককে ধাক্কা দেয়-। এতে ইজিবাইক যাত্রী সুমন শেখ ঘটনাস্থলে নিহত হন। আহত চালক সাজাজদকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসময় স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: