নোয়াখালীতে আ’ লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, চরম উত্তেজনা

আজ শনিবার দুপুর ৩টার দিকে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উভয়পক্ষ এ কর্মসূচি আহ্বান করে।

নোয়াখালীতে আ’ লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, চরম উত্তেজনা
ফাইল ফটো

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আতঙ্ক দেখা দিয়েছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উভয়পক্ষ এ কর্মসূচি আহ্বান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ খায়রুল আনম চৌধুরী সেলিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম দুপুর ৩টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করে। পরে একই স্থানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক পাল্টা বর্ধিত সভা আহ্বান করে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, পাল্টাপাল্টি কোনো কর্মসূচি ডাকা হয়নি। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছি। অন্যরা অগণতান্ত্রিকভাবে একটা মিটিং ডেকেছে। ওরা দলের বহিরাগত। ওদের আমরা চিনি না। আমাদের মিটিংয়ের আমরা পারমিশনও নিয়েছি।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী বলেন, আমরা বর্ধিত সভা ডেকেছি। কে পাল্টা সভা ডেকেছে, এ বিষয়ে আমি কিছু জানি না। সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বলেন, এটা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগের চিঠির আলোকে আজকে বর্ধিত সভা করার তারিখ নির্ধারণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ব বিদ্যা বলেন, উপজেলা পরিষদ বন্ধ রয়েছে, বন্ধ থাকবে। তাই মিলনায়তনে সমাবেশ করার সুযোগ নেই। কোনো পক্ষই উপজেলা পরিষদে ঢুকতে পারবে না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom