আমেরিকা থেকে দেশে ফিরেই গ্রেপ্তার আ. লীগের কেন্দ্রীয় নেতা

আমেরিকা থেকে দেশে ফিরেই গ্রেপ্তার আ. লীগের কেন্দ্রীয় নেতা

প্রথম নিউজ, অনলাইন:  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান হিমুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪  সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হয়ে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আমেরিকায় আত্মগোপনে চলে যান। 

ওসি আরো জানান, সোমবার ভোরে তিনি আমেরিকা থেকে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেওয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে।