জুলাই শুধু বিপ্লবের না, হান্নান মাসউদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস : নির্ঝর

প্রথম নিউজ, অনলাইন: জুলাই শুধু বিপ্লবের না, এটি হান্নান মাসউদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস বলে মন্তব্য করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি বলেন, কয়দিন আগেও তিন বেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসউদ এখন ব্র্যান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে।
নিজের ফেসবুক পেজে এনসিপি নেতা হান্নান মাসউদের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন জাওয়াদ নির্ঝর।
তিনি বলেন, ‘আপনারা জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং স্বঘোষিত বন্দরবন্ধু মংলাবন্ধু হান্নান মাসুদের প্রোফাইলে গিয়ে একটু স্ক্রল করলে, একটা জিনিস চোখে পড়বে।
হান্নান মাসুদের পাঞ্জাবিবিলাস। আর পাঞ্জাবিগুলো দেখে বোঝা যায়, মানসম্পন্ন এবং ব্র্যান্ডেরই বেশির ভাগ।
নির্ঝর আরো বলেন, হান্নান মাসউদের বৈধ কোনো পেশা নেই। এক বছর আগেও হান্নানসহ ওর পরিবারের তিন বেলা ভাত খাওয়ার সক্ষমতা ছিল না।
এখন হাতে দামি মোবাইল, দামি গাড়ি ব্যবহার করে, আছে আলীশান অফিস। গ্রামের ভাঙা ঘরের পাশে বানাচ্ছে দালানবাড়ি।
হান্নান মাসউদের অর্থনৈতিক অবস্থান তুলে ধরে নির্ঝর বলেন, কয়দিন আগেও তিন বেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসউদ এখন ব্র্যান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে। অথচ এক বছর আগেও এই রকম পাঞ্জাবি কেনাটা ছিল মাসুদের কাছে বড় রকমের বিলাসিতা।
তাই জুলাই শুধু বিপ্লবের না। মাসুদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস।