হাওয়াই উপকূলে সুনামি, আতঙ্কিত ক্রুজযাত্রীরা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: হাওয়াইয়ে ৫.৭ ফুট উচ্চতার সুনামি আঘাত হেনেছে। এছাড়া হাইলোতে আঘাত হেনেছে ৪.৯ ফুট উঁচু ঢেউ। হাওয়াই উপকূলে সুনামি সতর্কতার প্রেক্ষিতে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ম্যাকলসফিল্ডের বাসিন্দা র্যাচেল বারো। তিনি বর্তমানে একটি ক্রুজ জাহাজে অবস্থান করছেন এবং বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, সতর্কতা শুরু হয় তাদের ফোনে একটি জরুরি বার্তার মাধ্যমে- যেখানে লেখা ছিল, ‘আপনি তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন।’র্যাচেল বলেন, তারা তখন একটি ভ্রমণে ছিলেন এবং বার্তা পাওয়ার পরই দ্রুত জাহাজে ফেরার চেষ্টা করেন।
চারদিকে তখন দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিল এবং রাস্তায় তীব্র যানজট শুরু হয়। তিনি বলেন, একসময় সাইরেন বেজে উঠলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দৌড়াচ্ছিল জাহাজে ওঠার জন্য। বারো জানান, তিনি ছিলেন শেষ কয়েকজনের মধ্যে যাদের জাহাজে উঠতে দেয়া হয়। এরপর জাহাজটি নিরাপদ দূরত্বে সরে যায়, আর যারা পেছনে রয়ে গিয়েছেন, তাদের নির্দেশ দেয়া হয় উঁচু স্থানে সরে যেতে। এই ঘটনার প্রেক্ষাপটে হাওয়াইয়ের কাহুলুই, মাউই-তে ৫.৭ ফুট উচ্চতার একটি সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। হাইলো, হাওয়াই’তে এসেছে ৪.৯ ফুট উঁচু ঢেউ। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।