ইউক্রেনে হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ

এক সপ্তাহ ধরে চলমান ইউক্রেন হামলায় ১৩৬ বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে

ইউক্রেনে হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ
ইউক্রেনে হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : এক সপ্তাহ ধরে চলমান ইউক্রেন হামলায় ১৩৬ বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে।  নিহতদের মধ্যে ১৩ শিশুও রয়েছে। এই তথ্য দিয়েছে জাতিসংঘ। যদিও ইউক্রেন বলছে— হতাহতের সংখ্যা অনেক বেশি।

জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। হতাহতদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কের ২৫৩ জন রয়েছে। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন। 

থ্রোসেল জানান, গোলাবর্ষণ, বিমান হামলা ও বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।  জাতিসংঘ বলছে, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন।
 
তবে ইউক্রেন সরকারের দাবি এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। আর আহত হয়েছেন ১৬৮৪ জন।
এদিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।   

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom