শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাম মনোনয়নের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ ঘোষণা দেন। সীমান্তে সম্প্রতি সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার কথা জানিয়েছে দেশটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ট্রাম্পকে পুরস্কারের জন্য মনোনীত করায় কম্বোডিয়ার পরিকল্পনা নিশ্চিত হতে এক বার্তার মাধ্যমে প্রশ্ন করা হলে চানথোল হ্যাঁ বলেছেন। রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। বলেন, শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত হওয়ার যোগ্য ট্রাম্প। বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক এই পুরস্কার সবচেয়ে বেশি কাজ করেছে বলে মনে করা হয়।
এর আগে গত জুনে পাকিস্তান জানায়, ভারতের সঙ্গে তাদের দ্বন্দ্ব নিরসনে ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনীত করবে তারা। গত মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন।
থাইল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে সরাসরি হস্তক্ষেপ করেন ডনাল্ড ট্রাম্প। তিনি উভয় দেশের সঙ্গেই কথা বলেন এবং তাদের যুদ্ধবিরতিতে রাজি করান। তার আহ্বানে সপ্তাহের সোমবার মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় প্রতিবেশী এ দুই দেশ। যুদ্ধবিরতির ঘোষণার পর হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট তার এক্সের পোস্টে বলেন, ট্রাম্পই এটি সম্ভব করেছেন। তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানান ওই কর্মকর্তা।
থাই-কম্বোডিয়ার পাঁচ দিনের সংঘাতে অন্তত ৪৩ জন প্রাণ হারান। উভয় পাশের সীমান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখের বেশি মানুষ। চানথোল বলেন, আমরা ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করায়ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি।