মালয়েশিয়ায় সাংবাদিকের মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় একটি প্রাইভেট গাড়ি থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : মালয়েশিয়ায় একটি প্রাইভেট গাড়ি থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটির আলোর সেতারে শপিংমলের সামনে পার্ক করা গাড়িতে এক সাংবাদিককে মৃত অবস্থায় পাওয়া যায়।
কোটা সেতার জেলা পুলিশের প্রধান এসিপি আহমেদ শুকরি মাত আখির জানিয়েছেন, মৃত এনজি বুন ইংকে (৪৪) তার গাড়িতে ইঞ্জিন চালু থাকা অবস্থায় মরদেহ পাওয়া গেছে।
তিনি জানান, মালয়েশিয়ান ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম (এমইআরএস-৯৯৯) থেকে ভোর চারটার দিকে একটি কল আসে এবং ঘটনা সম্পর্কে অবহিত করলে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে কোনো অপকর্ম জড়িত ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, পোস্টমর্টেম করার আগে মরদেহে কোভিড-১৯ স্ক্রিনিংয়ের জন্য সুলতানাহ বাহিয়াহ হাসপাতালে পাঠানো হয়েছে।
অবিবাহিত এনজি গত ২০ বছর ধরে সাংবাদিকতায় জড়িত। এ রিপোর্ট লেখা পর্যন্ত এনজি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন তা জানা যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: