যুক্তরাষ্ট্র থেকে ২২০,০০০ টন গম আমদানি করবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে ২২০,০০০ টন গম আমদানি করবে বাংলাদেশ

প্রথম নিউজ, অনলাইন: যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে বাংলাদেশ। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল রাখতে এ পদক্ষেপ নিয়েছে ঢাকা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কহার কমিয়ে আনার লক্ষ্যও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বুধবার ঢাকার তরফে বলা হয়েছে, দুই দেশের সরকার টু সরকারের মধ্যকার চুক্তির আওতায় এ পদক্ষেপ অনুমোদন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি টন গমের দাম পড়বে ৩০২ দশমিক ৭৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৩৭ হাজার ১১৭ টাকা। সিঙ্গাপুর-ভিত্তিক একটি ট্রেডিং হাউসের মাধ্যমে এই গম সরবরাহ করা হবে। 

জুলাইয়ের শুরুতে এ বিষয়ক একটি চুক্তিতে সই করেছে ঢাকা। যেখানে বছর প্রতি ৭ লাখ টন গম আমদানিতে রাজি হয়েছে সরকার। চুক্তিটি আগামী পাঁচ বছরের জন্য করা হয়েছে। বর্তমানে কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকেই কম দামে বেশির ভাগ গম আমদানি করছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো থেকে সামান্য পরিমাণ ভালোমানের শস্য আমদানি করে। চলতি বছর ইউএসএইডের কার্যক্রম বন্ধ করার আগ পর্যন্ত ত্রাণ হিসেবে গম ও শস্যের চালান পেয়েছে বাংলাদেশ। 

এদিকে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যা ১লা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বছর প্রতি ৭ লাখ টন গম আমদানি সেই ঘাটতি বেশি একটা কমাতে পারবে না। তবে মার্কিন রপ্তানি প্রচার সংস্থা ইউএস হুইট অ্যাসোসিয়েটসের বিদেশ কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান লিডল মনে করেন, এই চুক্তি মার্কিন শুল্ক এড়াতে সচেষ্ট দেশগুলোকে শস্য আমদানির বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

ওই কর্মকর্তা জানান, এশিয়া ও আফ্রিকার আরও দেশের সঙ্গে এ ধরনের চুক্তি করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের বাণিজ্য গ্রুপ। বিশেষ করে যেসকল দেশ এর আগে যুক্তরাষ্ট্র থেকে শস্য সহায়তা পেত। লিডল বলেন, আমরা সেই চাহিদাটাই সরাসরি ও টেকসই বাণিজ্য দিয়ে প্রতিস্থাপন করতে চাইছি। সূত্রঃ রয়টার্স