দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নন: নাহিদ ইসলাম

প্রথম নিউজ, নরসিংদী: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ১৫ জুলাই ২০২৪ সালে কোটা সংস্কারের দাবীতে দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির আন্দোলনে রূপ লাভ করে। গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিলো। ২০২৫ সালের ১৫ জুলাই আমরা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছলাম আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। নরসিংদী জেলায় তাহমিদ সহ ২২ জন ছাত্র শহীদ হয়েছে। তিনটি দাবী নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। তিনটি দাবী হলো: হত্যাকারীদের বিচার, সংস্কার এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করা। দাবী আদায় করেই আমরা ঘরে ফিরবো। তিনি বলেন, দুই ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে, তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা গণঅভ্যুত্থ্যানের প্রতিনিধি।
তাদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে, এসবও রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে শহীদ মিনার থেকে আগামী ৩ তারিখ নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে। আপনারা সেই সমাবেশে আমাদের সাথে সামিল হলে আমাদের আন্দোলন সফল হবে। তিনি বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।