‘মা-বোনদের’ কাছে ক্ষমা চাইলেন ডা. মুরাদ
এর আগে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

প্রথম নিউজ, ঢাকা: ‘নারীবিদ্বেষী ও বর্ণবাদী’ মন্তব্যের কারণে আলোচনায় থাকা সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অবশেষে ক্ষমা চেয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি সবার কাছে ক্ষমা চান। এর আগে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিদ্বেষপ্রসূত মন্তব্য করার পর মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে এক নায়িকাকে তুলে নেওয়ার হুমকি দিতে শোনা যায় তাকে। এই পরিস্থিতিতে মুরাদের তুমুল সমালোচনা শুরু হলে তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদত্যাগপত্র পাঠানোর পর দেওয়া স্ট্যাটাসে মুরাদ হাসান লিখেছেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।
‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: