বেগমপাড়া তৈরি শোষণের টাকায়: জিএম কাদের
পাকিস্তানিরা আমাদের শোষণ করতো, এখন আমরা শোষিত হচ্ছি দেশের মানুষের কাছে। প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে।

প্রথম নিউজ, ঢাকা: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে এসেও শোষণ ও বৈষম্যহীন দেশ পায়নি মানুষ। পাকিস্তানিরা আমাদের শোষণ করতো, এখন আমরা শোষিত হচ্ছি দেশের মানুষের কাছে। প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে। কানাডার বেগমপাড়া তৈরি হচ্ছে শোষণের টাকায়।
আজ বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিন জিএম কাদেরের হাতে ফুল দিয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও ১১ দফা ছাত্র আন্দোলনের নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হক জাতীয় পার্টিতে যোগ দেন। ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হককে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এসময় সদ্য যোগদানকারী নেতাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, স্বাধীনতার মূলচেতনা ছিলো শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠন। অথচ, আওয়ামী লীগ ও বিএনপি বার বার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূলচেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে। সংবিধানের মূল চারটি নীতির তিনটি থেকেই সরে গেছে দেশ।
এ সময় জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি ও দুঃশাসনে দেশের মানুষ বিরক্ত। দেশের রন্ধ্রে রন্ধ্রে
দুর্নীতি ছড়িয়ে গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনরা যেভাবে শক্তি প্রদর্শন করেছে তাতে দেশের মানুষ আর এ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। দেশের মানুষ ভালো নেই, কাজ নেই, বেড়েছে বেকারত্ব। অনেক কষ্টে দিনাতিপাত করছে সাধারণ মানুষ, দেখার যেন কেউ নেই।
যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: