দেশে নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে: সাবেক ইসি
গত দুই নির্বাচনে ভোটাররা হতাশ হয়েছে
প্রথম নিউজ, ঢাকা: দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় আইকিউএসি মিলনায়তনে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক সেমিনার শেষে এসব কথা বলেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশনাররাই বলছে তারা নিজেরাই ভেঙে পরেছে। মাহবুব তালুকদার তো সবার সামনে বলেছে। আরেকজন বলেছে দেশের নির্বাচন যেভাবে হয়েছে আমার ইউনিয়নে যেনো সেভাবে নির্বাচন না হয়। তারা নিজেরাই বলেছে তারা ভেঙে পরেছে তারা আর করতে পারছে না। এবং প্রধান নির্বাচন কমিশনার তো কয়েকবার বলেছে আমি কি করবো। ভোটার আনা আমার কাজ নয়।
তিনি বলেন, কোনো দেশেই শত ভাগ বলবে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমেরিকা এবং ইংলেন্ডও বলেতে পারবে না সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি কোনো দেশের নাগরিকরা মনে করেন ৭০ ভাগ ভোট নিজেরা নিজেদের মনোনীত জায়গায় দিতে পরেছে সেটাকে আমরা বলি সুষ্ঠু হয়েছে। আমাদের দেশে যদি কোনো পার্টি হাড়ে তাহলে তারা বলবে যে আমাদের বিরুদ্ধে সবাই ছিলো। তবে নির্বাচন কমিশন একা যে নির্বাচন সুষ্ঠু করাতে পারবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না।
সাবেক এই কমিশনার বলেন, আমাদের দেশে জুডিশিয়াল ইলেকশন কমিশন কেও সাপোর্ট করতে পারছ না এবং ইলেকশন ব্যবস্থা কে সাপোর্ট করতে পারছ না। অন্যান্য দেশে কিন্তু জুডিশিয়াল বিশাল বড় রোল প্লে করে। নির্বাচন কমিশন কে ক্ষমতা দেয়া হয়েছে ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন উপহার দেয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশন এটি ব্যবহার করতে পারেনি। কিন্তু আমরা সেইরকম ইলেকশন কমিশনার খুব কম দেখেছি। গত দুই নির্বাচনে ভোটাররা হতাশ হয়েছে। অবশ্যই আমাদের রাজনৈতিক প্রভাব আছেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্চ কমিটির যদি হয় তবে আইন করে সার্চ কমিটি করতে হবে। কিমিটিতে কারা থাকবে কারা থাকবে না কোন জায়গা থেকে নাম করে কিভাবে আনবে সেটাই বলবে। ২০১১ সালে আমরা যে সার্চ কমিটির খসরা করেছিলাম যে কোনো কিছুই পার্লামেন্টের বাইরে কিছু হবে না। সার্চ কমিটির নট পার্ট অফ পার্লামেন্ট।