দেশে অনুদান নেওয়ার মানুষ থাকবে না : এমপি শাওন
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

প্রথম নিউজ,ভোলা: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে ত্রাণ বা অনুদান নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জনগণের মাথাপিছু আয়ও বেড়ে যাবে। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।
আজ মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে দেশীয় প্রজাতির বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আছেন বলেই মসজিদে ইমাম, মন্দিরের পুরোহিত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরসহ আরও অনেকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: