যশোরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা বাজারে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ,যশোর: যশোরের চৌগাছা উপজেলায় প্রতিপক্ষের হামলায় ঠান্ডু বিশ্বাস (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মমিনুল নামে একজনকে যশোর জেনারেল হাসপাতালে ও হামিদ নামে অপরজনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের ছেলে পিংকু বিশ্বাস অভিযোগ করে জানান, তার বাবা চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। সন্ধ্যায় পাতিবিলা বাজারে চায়ের দোকানে বসে ছিলেন।
এ সময় নির্বাচনে পরাজিত রুহুল আমীনের ছেলে টিটোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার বাবার ওপর হামলা চালিয়ে জখম করে। এ সময় মমিনুল ও হামিদ নামে আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঠান্ডু বিশ্বাস ও মমিনুলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক ঠান্ডু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুরসালিনুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ঠান্ডু বিশ্বাসের মৃত্যু হয়। পেটে জখমের কারণে তার নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রুপম সরকার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আসামিদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: