আ’লীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও ৩
কুষ্টিয়ার ভেড়ামারায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রথম নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের ওমর মন্ডলের ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে কয়েকজনকে সঙ্গে নিয়ে কৃষিকাজ করছিলেন সিদ্দিক। এ সময় দুর্বৃত্তরা এসে সিদ্দিকসহ চারজনকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: