প্রায় ২০ লাখ কোটি টাকার বাজেট পেশ করেছে ইইউ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ২০২৮ থেকে ২০৩৪-এর জন্য দুই লাখ কোটি ইউরো বা ১৯ লাখ ৯৭ হাজার ২২০ কোটি টাকার বাজেট পেশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইইউ-র নির্বাহী শাখা, ইউরোপীয় কমিশন বুধবার এই বাজেট পেশ করে। বর্তমান বাজেট এক লাখ ২০ হাজার কোটি ইউরোর থেকে অনেকটাই বাড়ানো হয়েছে।