৬ বছর আগেই অধিনায়কত্ব যাওয়ার কথা ছিল কোহলির

৬ বছর আগেই অধিনায়কত্ব যাওয়ার কথা ছিল কোহলির

প্রথম নিউজ, খেলা ডেস্ক: আইপিএলে টানা ৯ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি, কিন্তু শিরোপা জেতাতে পারেননি। অবশেষে ২০২১ সালে তিনি নেতৃত্ব ছেড়ে দেন। এবার জানা গেল, আরও আগেই কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা করেছিলেন দলটির তৎকালীন কোচ গ্যারি কারস্টেন। এতদিন পর এই তথ্য ফাঁস করলেন কোহলির আইপিএল সতীর্থ মঈন আলী। ২০১৯ সালে নাকি কোহলিকে বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তার জায়গায় পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনাও ছিল। ‘স্পোর্টসতক’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ অল-রাউন্ডার মঈন বলেছেন, ‘হ্যাঁ। পরিকল্পনা হয়েছিল। কোহলিকে সরানোর পর অধিনায়ক হওয়ার দৌড়ে ছিল পার্থিব। প্রখর ক্রিকেট মস্তিষ্কের জন্য পার্থিবকে অধিনায়ক হিসেবে ভাবা হয়েছিল। তখন দলে এসব আলোচনা হতো।’

তারপরও কেন কোহলিকে অধিনায়কত্ব হারাতে হয়নি, সে বিষয়টি অবশ্য এড়িয়ে গেছেন মঈন, ‘আমি জানি না এরপর ঠিক কী হয়েছিল। কেন কোহলিকে সরানো হলো না, তার জবাব আমার কাছে নেই। তবে এটুকু বলতে পারি, কোহলিকে সরানো নিয়ে অনেক আলোচনা হয়েছিল।’ ২০০৮ সাল থেকে বেঙ্গালুরুতে খেলছেন কোহলি। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ১৮ বছর ধরে একটা দলেই খেলেছেন। ২০১৩ সালে তাকে অধিনায়ক করা হয়েছিল। ২০১৬ সালে বেঙ্গালুরুকে ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করতে পারেননি। ২০২১ সালে কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিয়ে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলার সিদ্ধান্ত নেন। পরবর্তী অধিনায়ক ফাফ ডুপ্লেসিসও ব্যর্থ। অবশেষে গত মৌসুমে রজত পাতিদারের নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতে বেঙ্গালুরু।