হঠাৎ বিসিবিতে বোর্ড পরিচালকদের নিয়ে বসছেন পাপন
মিডিয়া পাড়ায় চাউর হয়ে গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক
প্রথম নিউজ, ডেস্ক : মিডিয়া পাড়ায় চাউর হয়ে গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। অনেকেরই ধারনা, শনিবারের সে সভাতেই বিপিএলের সম্ভাব্য রুপরেখা ঘোষিত হয়ে যাবে। কোন ৬টি কর্পোরেট হাউজ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি? তারা কে কোন দল নিচ্ছে?
সেই শুরু থেকে যে তিন বড় কর্পোরেট হাউজ ছিল ঢাকা (বেক্সিমকো), খুলনা (জেমকন গ্রুপ) আর রংপুরের (বসুন্ধরা) ফ্র্যাঞ্চাইজি ছিল, তাদের অনুপস্থিতিতে কোন কোন গ্রুপ ওই তিন দলের ফ্র্যাঞ্চইজি হবে? প্লেয়ার্স ড্রাফট কবে হবে? স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক কত হবে?
ধারণা ছিল এসব নিয়ে আলোচনা-পর্যাালোচনার পর আজ বিকেলের আগেই সব জানা হয়ে যাবে; কিন্তু হঠাৎ করেই সংশয়। সত্যিই কী শনিবার বিপিএলের যাবতীয় খুটিনাটি জানা যাবে?
কেন কী কারণে এ সংশয়? তবে কী কোন ধরনের সমস্যা? নাহ, তাও নয়। তবে ভেতরের খবর, আজ শনিবার বেলা ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে যে বৈঠক হবে, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা নয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ডেকেছেন সব বোর্ড পরিচালককে।
তবে জানিয়ে রাখা ভাল, এটা কোন বোর্ড পরিচালক পর্ষদের আনুষ্ঠানিক সভাও নয়। উদ্ভূত পরিস্থিতিতে পরিচালকদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন বিসিবি বিগ বস। তবে বিপিএল নিয়েও সেখানে কথা হবে।
বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পাশাপাশি রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ-এর কারণে যে টিম বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তা নিয়ে এবং এর পরের ধাপ নিয়েও পরিচালকদের সঙ্গে কথা বলবেন পাপন।
নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হবে সেখানে। সেখানকার করোনা পরিস্থিতিতে কী হলে কী করনীয়? সে সব বিষয়ে পরিচালকদের মতামত নেবেন বিসিবি সভাপতি।
পাশাপাশি বিপিএল নিয়েও চুলচেরা আলোচনা হবে। একটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে নিউজিল্যান্ড সফর নিয়েই যত চিন্তা বোর্ডের। কারণ স্পিন কোচ রঙ্গনা হেরাথের ওমিক্রন করোনা পজিটিভ হলে কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়তে পারে এবং পুরো সফর আয়োজনেও একটা জটিলতার সৃষ্টি হতে পারে।
সঙ্গে বিপিএলের সব কিছু চূড়ান্ত করা হবে। মোটকথা, সামনের সময়টাতে একটু প্রতিকুলতার মাঝেই পড়ে গেলো বিপিএল আয়োজন। দেখা যাক বোর্ডের অনানুষ্ঠানিক সভায় কী হয়?
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: