দুই বছরেই ৪০০ কোটি আয়, দুর্দান্ত ছন্দে কৃতির ‘হাইফেন’

দুই বছরেই ৪০০ কোটি আয়, দুর্দান্ত ছন্দে কৃতির ‘হাইফেন’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক:  এই বছর কৃতি শ্যাননের জন্য দ্বৈত উদ্‌যাপনের উপলক্ষ। সম্প্রতি ৩৫ বছরে পা দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। একইসঙ্গে তার বিউটি ব্র্যান্ড ‘হাইফেন’ও দুই বছরে পা রেখেছে। এই উপলক্ষে ব্র্যান্ডটির বাজারে সাফল্যের চিত্রও উঠে এসেছে প্রকাশ্যে। হাইফেনের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ শর্মা জানিয়েছেন, মাত্র দুই বছরেই ব্র্যান্ডটি ৪০০ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে।

তরুণ বলেন, ‘হাইফেনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমাদের মোট বার্ষিক পুনরাবৃত্তি রাজস্ব (ARR) ৪০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি ৬০ শতাংশ পুনরাবৃত্তি গ্রাহক রয়েছে—যা সত্যিই অসাধারণ। ১৯ হাজারের বেশি পিন কোডে আমরা পৌঁছেছি। মাত্র এক বছরে ১০ লাখ থেকে ৪০ লাখ গ্রাহকে পৌঁছানো সম্ভব হয়েছে কারণ আমরা গ্রাহকদের প্রয়োজন বুঝেছি, নির্দিষ্ট একটি বিভাগে কাজ করেছি, সঠিক বিক্রয় চ্যানেল নির্বাচন করেছি এবং ডেটা-চালিত কার্যকরী পণ্যানীতির মাধ্যমে এগিয়েছি।’

২০২৩ সালের জুলাই মাসে কৃতির ৩৩তম জন্মদিনে ‘হাইফেন’ ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। সেই অভিজ্ঞতা নিয়ে কৃতি বলেন, ‘গত দু’বছর ছিল অবিশ্বাস্য। স্ক্র্যাচ থেকে হাইফেন তৈরি করা আমার জীবনের অন্যতম ব্যক্তিগত ও পরিপূর্ণ যাত্রা। এটি যখন কেবল একটি ধারণা ছিল, তখন থেকেই আজ একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ডে রূপ নেওয়া—এটা এখনো স্বপ্নের মতো লাগে।

আমি কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং তাদের জীবনে হাইফেনকে জায়গা দিয়েছেন। এটা কেবল শুরু; আমরা আরও নতুনত্বের মাধ্যমে স্কিনকেয়ারকে হাইফেন করব এবং এমন একটি কমিউনিটির সঙ্গে এগিয়ে যাব, যারা একে মূল্যবান করে তুলেছে। আমাদের দ্বিতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা!’

অভিনয়ের দিক থেকেও কৃতি এখন ভালো সময় পার করছেন। তার সর্বশেষ সিনেমা ‘দো পট্টি’-তে তিনি কাজলের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, যা নেটফ্লিক্সে দারুণ সফলতা পায়। সামনে তাকে ধনুশের সঙ্গে ‘তেরে ইশক মে’ ছবিতে দেখা যাবে।

৩৫তম জন্মদিন উপলক্ষে কৃতি ছুটি কাটিয়েছেন সেন্ট ট্রোপেজে, বোন নূপুর ও আলোচনায় থাকা প্রেমিক করণ বাহিয়ার সঙ্গে।