পুলিশের ১১ কর্মকর্তাকে পদায়ন

পুলিশের ১১ কর্মকর্তাকে পদায়ন

প্রথম নিউজ, অনলাইন:  সারাদেশে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বদলি পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
১. আছমা আরা খান জাহান অতিরিক্ত পুলিশ সুপার, বদলি হয়েছেন পিবিআইয়ে
২. রেজওয়ান আহমেদ; বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার, পদায়ন নেত্রকোনায়
৩. মো. আহসান খান; রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এপিবিএনে
৪. এ বি এম মুজাহিদুল ইসলাম; র‌্যাব থেকে পুলিশ সদর দপ্তরে
সহকারী পুলিশ সুপারদের মধ্যে:
১. সাইফুল ইসলাম খান: সদর দপ্তর থেকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেল
২. আরিফ হোসেন: সিএমপি থেকে যশোর জেলার নাভারন সার্কেল
৩. সাজিদ হোসেন: এটিইউ থেকে নৌ পুলিশে
৪. সৈয়দ ফয়েজ আহমেদ: সদর দপ্তর থেকে টিডিএসে
৫. আজম খান: কেএমপি থেকে ফরিদপুরের মধুখালী সার্কেল
৬. মো. আসাদুজ্জামান: ডিএমপি থেকে এপিবিএনে
৭. মো. ফারমান আলী: এপিবিএন থেকে নোয়াখালী পিটিসিতে