রাজশাহীতে বিএনপি নেতা মোহনের মৃত্যু
রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর্জা সারাফাত হোসেন মোহন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর্জা সারাফাত হোসেন মোহন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টিতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল শুক্রবার বাদ জুমা আলুপট্টিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিএনপি নেতা শফিকুল হক মিলন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: