ময়মনসিংহে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে বিএনপিপন্থিদের জয়
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫ টি পদের মধ্যে ৮টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন
প্রথম নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫ টি পদের মধ্যে ৮টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে বিএনপিপন্থিরা বিশাল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে জেলা আইনজীবী সমিতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন। এতে ৪৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নূরুল হক এবং ৪৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু। বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ও আজহারুল হক আজহার। সহসম্পাদক পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের আব্দুল্লাহ আল বাকী, মো. আব্দুল্লাহ এবং বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মাজেদুল করিম সজল, অডিটর পদে বিএনপিপন্থী আইনজীবী ওবায়দুল হক শোভন বিজয়ী হয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: