লোকসানের কারণে নারিতা রুটের ফ্লাইট স্থগিত

সেমিনারে বিমানের এমডি

লোকসানের কারণে নারিতা রুটের ফ্লাইট স্থগিত

প্রথম নিউজ, রাজশাহী: ক্রমাগত লোকসান হওয়ায় ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মো. সাফিকুর রহমান। এ সময় বিমান কর্মকর্তা ও এভিয়েশয়ন বিটের সাংবাদিকদের সংগঠন এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যরা।

সাফিকুর রহমান বলেন, ঢাকা-নারিতা রুটের প্রতিটি ফ্লাইটে বাজেভাবে লস হচ্ছে। আমরা লাভজনক করার জন্য নানা ভাবে চেষ্টা করেছি, কিন্তু তা আপাতত সম্ভব হচ্ছে না। এজন্য বিমানের বোর্ড ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা-নারিতা রুট স্থগিত করার। হজের জন্য উড়োজাহাজ লিজ নিতে চেয়েছিলাম। আমাদের লিজে নেওয়া ২টি উড়োজাহাজ চলে যাবে। এয়ারক্রাফটের বয়সের সিমাবদ্ধতার জন্য নেওয়া যায়নি। ড্রাই লিজের জন্য চেষ্টা করেছিলাম। লস হবে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।

বিমানের এমডি আরও বলেন, বোয়িংও এয়াররবাস উভয়ই বিমানে নতুন ১৪টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে। বিমানের টেকনো-ফিনান্সিয়াল কমিটি বর্তমানে তাদের প্রস্তাবগুলো মূল্যায়ন করছে। তবে তারা এও জানিয়েছে ২০৩১ সালের আগে নতুন কোনো উড়োজাহাজ সরবরাহ করতে পারবে না। তাই বিমানের প্রয়োজন মেটাতে আমরা অন্তত দুটি উড়োজাহাজ লিজ নিচ্ছি।

তিনি বলেন, আমাদের বর্তমান যাত্রী চাহিদা মেটাতে উড়োজাহাজ দরকার। উড়োজাহাজ সংকটের কারণে নতুন কোনো রুট চালু করা সম্ভব হচ্ছে না। আমরা সরাসরি লিজদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি। আগামী দিনে কয়েকটি উদ্যোগ নিতে যাচ্ছে বিমান। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং সংস্থার ভেতরে দুর্নীতি ও অব্যবস্থাপনা কমানোর পদক্ষেপ। এই জন্য তিনি সবার সহযোগিতা চান।