মিরপুরে দেশের প্রথম টেস্ট ক্রিকেটারদের মিলনমেলা

মিরপুরে দেশের প্রথম টেস্ট ক্রিকেটারদের মিলনমেলা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: চুলে পাক ধরেছে, কারো গাল শুশ্রুমন্ডিত। ক্রিকেটের সঙ্গে সম্পর্কও ঘুচে গেছে কারো কারো। তারপরও একমঞ্চে যখন তারা একসঙ্গে দাঁড়ালেন, তখন ঘুচে গেল সময়ের ব্যবধান। বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্যরা এক হয়েছিলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায়, বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে। স্মৃতিচারণ, কেক কাটা আর হাসি আনন্দে তারা পালন করলেন মাহেন্দক্ষণের রজত জয়ন্তী। সেটাও আবার এমন এক সময়ে, যখন বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্য ও সেই ম্যাচে সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

২০১৯ সালে, কলকাতায় ইডেন টেস্টের সময় সৌরভ গাঙ্গুলির উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছিল বাংলাদেশের প্রথম টেস্ট দলে থাকা ক্রিকেটারদের। এর বাইরে আনুষ্ঠানিক কোনো আয়োজন কখনো হয়নি দেশের প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের সম্মান জানানোর উদ্দেশ্যে। দেরিতে হলেও সেটা হয়েছে বৃহস্পতিবার। অভিষেক টেস্টের ১৬ ক্রিকেটারদের ভেতর ৫ জন ছিলেন না এই আয়োজনে।

আওয়ামী লিগের সাবেক সাংসদ ও বিসিবি'র সাবেক পরিচালক নাঈমুর রহমান দূর্জয়ের নেতৃত্বেই ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিনি সঙ্গত কারণেই অনুপস্থিত। বিসিবি পরিচালক আকরাম খান দেশে নেই, স্ত্রীর চিকিৎসার জন্য তিনি অবস্থান করছেন থাইল্যান্ডে। সপরিবারে নিউজিল্যান্ড প্রবাসী আল শাহরিয়ার রোকন। ইউরোপ ভ্রমণে বের হয়েছেন খালেদ মাসুদ পাইলট। চীনে অবস্থান করছেন পেসার মনজুরুল ইসলাম।

এই ৫ জন বাদে বাকি সবাই উপস্থিত হয়েছিলেন শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায়। তাদের অনেকেই অবশ্য বিসিবি'র সঙ্গেই নানান ভূমিকায় জড়িয়ে। আমিনুল ইসলাম বুলবুল বিসিবি'র সভাপতি। হাবিবুল বাশার মহিলা ক্রিকেট উইং এর প্রধান। রাজিন সালেহ এইচপি'র ব্যাটিং কোচ। মেহরাব হোসেন অপি, হাসিবুল হোসেন শান্ত বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেন। এনামুল হক মনি আম্পায়ার।

ফাহিম মুনতাসির সুমিতও বিভিন্ন সময়ে লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেন বাংলাদেশ সফরে আসা বিদেশী দলগুলোর। তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বলটি খেলা শাহরিয়ার হোসেন বিদ্যুত ক্রিকেট থেকে অনেকটাই দূরে। নারায়ণগঞ্জে পোষাক ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায়ী বিদ্যুতের জগতে ক্রিকেট এখন শুধুই স্মৃতি। অভিষেক টেস্ট খেলা পেসার বিকাশ রঞ্জন দাস ধর্মান্তরিত হয়ে এখন মাহমুদুল হাসান নামেই পরিচিত, তিনি পেশায় ব্যাংকার। ক্রিকেটের সঙ্গে বা ক্রিকেটের বাইরে, ২৫ বছরে তাদের জীবনের গতিপথ পালটে গেছে অনেকটাই।