৯ হারের পর অবশেষে টস জিতলেন লিটন, তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: আরব আমিরাতের সিরিজে অধিনায়ক হওয়ার পর থেকে টানা ৯ টি-টোয়েন্টিতে টস জিততে পারেননি লিটন দাস। মিরপুরে এসে পাকিস্তানের বিপক্ষে অবশেষে টস জিতলেন তিনি। আর টস জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় জেতা ম্যাচের একাদশে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। বাহাতি পেসার শরিফুল ইসলামকে বসিয়ে ডান হাতি পেসার তাসকিন আহমেদকে নেয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ
পারভেজ ইমন, তানজিদ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। পাকিস্তান দলে বা হাতি ফাস্ট বোলার সালমান মির্জার অভিষেক হচ্ছে। ৩১ বছর ২০০ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে চলেছেন এই পেসার।এই সংস্করণে পাকিস্তানের ১২২তম ক্রিকেটার তিনি।
অতিথিদের একাদশেও বাংলাদেশের মতো তিন পেসার। এছাড়া স্পিন বিভাগে আছেন মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ ও আবরার আহমেদ।
পাকিস্তান একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আগা, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।