উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

প্রথম নিউজ, অনলাইন: গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের করুণ মৃত্যু ঘটে।

হৃদয়বিদারক এ ঘটনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানায়। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনাও করে অ্যাসোসিয়েশনটি।

বিবৃতিতে আরও জানানো হয়, আহতদের জরুরি রক্তের প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে অবস্থিত পুলিশ ব্লাড ব্যাংক সবসময় প্রস্তুত রয়েছে। কেউ প্রয়োজনে ০১৩২০০৩৭৩৩৩ নম্বরে (ইনচার্জ: ০১৯১৪৩৪১২০৭) যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।