মিউজিক ভিডিওতে বুবলী

মিউজিক ভিডিওতে বুবলী

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলী এবার নাচলেন ‘ময়না’ শিরোনামের গানে। তবে এটা কোনো সিনেমার গান নয়, বড় বাজেটে, ফিল্মি স্টাইলে নির্মিত মিউজিক ভিডিওতে। এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনকে। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন আকাশ সেন। কোনালের সঙ্গে গানটি গেয়েছেন নিলয় ডি রকস্টার। ২৪শে জুলাই ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ময়না’।