প্রথম নিউজ, জামালপুর : নাশকতা মামলায় জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হক বাবু চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
জানা গেছে, নাজমুল হক বাবু চেয়ারম্যানকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই আগষ্টের নাশকতার অভিযোগ রয়েছে। ১৩ নম্বর মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু ২০২১ সালে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এর ২০১৬ সালেও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জুলাই-আগষ্টের নাশকতা মামলায় মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।