নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪, হামলাকারীর আত্মহত্যা

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪, হামলাকারীর আত্মহত্যা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি অফিস ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করেন। সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের পার্ক অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও নিউইয়র্ক পুলিশ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তিন বছর ছয় মাস ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং তাদের আরও দুটি সন্তান রয়েছে। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ‘তিনি যেমন বীরের মতো দায়িত্ব পালন করেছেন, তেমনই বীরের মতো বিদায় নিয়েছেন।’ হামলাকারীর নাম শেন তামুরা (৪২), তিনি লাস ভেগাসের বাসিন্দা এবং তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত পুরনো রেকর্ড রয়েছে। তবে তার হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এম৪ রাইফেল হাতে এক ব্যক্তি একটি বিএমডব্লিউ গাড়ি থেকে নেমে ভবনের দিকে এগিয়ে যায় এবং ভিতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। প্রথমে তিনি দিদারুলকে লক্ষ্য করে গুলি চালান, পরে একজন নারীসহ আরও তিনজনকে গুলি করেন। এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে একটি রিয়েল এস্টেট অফিসে গিয়েও গুলি করেন এবং পরবর্তীতে আত্মহত্যা করেন।
হামলার সময় আতঙ্কিত লোকজন ভবনের বিভিন্ন অংশে লুকিয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জেসিকা চেন বলেন, “আমরা দ্বিতীয় তলায় উপস্থাপনায় ছিলাম। গুলির শব্দ শুনে একটি কনফারেন্স রুমে গিয়ে দরজা আটকে দিই।”
ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং ট্রাফিক ও গণপরিবহনে সতর্কতা জারি করা হয়।